
স্পোর্টস ডেস্ক :আশা জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি২০ দলে সুযোগ পেলেন না কেকেআরের রিঙ্কু সিং। আর সুযোগ না পেয়ে আকর্ষণের টুইট করলেন রিঙ্কু। এদিন রিঙ্কু টুইট করে লেখেন,কারও কাছে সোফা কেবলই একটি আসবাব। আবার কারও কাছে দলে সুযোগ পাওয়ার একটি মাধ্যম। গত আইপিএলে ব্যাট হাতে ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে নায়কের মর্যাদা পেয়েছিলেন রিঙ্কু। পরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও শেষ বলে চার মেরে দলকে জিতিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের টি২০ দল:
ঈশান কিষান (উইকেটরক্ষক), শুভমন গিল, যশস্বী জসওয়াল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক),অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।