
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ ভোটের মাঝে বিজেপির বড় চমক। পদ্ম শিবিরে যোগ দিলেন এক বাঙালি অভিনেত্রী। বুধবার তিনি বিজেপির সদর দফতরে গিয়ে দলের পতাকা হাতে তুলে নেন। তিনি আর কেউ নন তিনি অনুপমা খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়।
দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে দু দফা ভোট হয়ে গেছে। দুয়ারে তৃতীয় দফার ভোট। লোকসভা ভোটের মাঝে বিজেপির বড় চমক। বিজেপিতে যোগ দিলেন এক বাঙালি অভিনেত্রী। বুধবার তিনি বিজেপির সদর দফতরে গিয়ে দলে যোগ দেন। বাঙালি অভিনেত্রীকে দলে স্বাগত জানান বিনোদ তাউড়ে ও অনিল বালুনি। বিজেপির সদর দফতরে পৌঁছে পদ্ম পতাকা হাতে তুলে নেন। তিনি আর কেউ নন তিনি অনুপমা খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিক যোগদানের পর তিনি বলেন, “যখন আমি উন্নয়নের এই মহাযজ্ঞ দেখি, তখন আমার মনে হয় আমিও যেন এই যজ্ঞের অংশ হই। আমার আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই যাতে আমি যাই করি না কেন, তা যেন সঠিক হয়।”
বাঙালি অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়, হিন্দি টেলিভিশনে জনপ্রিয় মুখ। তার মুকুটে রয়েছে দুটি টেলি পুরস্কার এবং একটি টেলিভিশন একাডেমি পুরস্কার। প্রসঙ্গত, গত মার্চ মাসেই একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন রুপালিকে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, রুপালির বিজেপিতে যোগদান শুধু সময়ের আপেক্ষা।