
গোপাল শীল, প্রতিনিধি: সময়ের হিসেবে বর্ষাকাল হলেও দেখা নেই বৃষ্টির। আর বৃষ্টির অভাবে ইলিশেরও দেখা মিলছে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন।
নানা রঙের আলপনা আঁকা ট্রলার গুলির সাজিয়ে এক বুক আশা আর চোখে স্বপ্ন নিয়ে মৎসমুদ্রে ভেসে গিয়েছিল ট্রলারগুলি। নানারকম মাছের সাথে রুপালি ফসল ইলিশ পাওয়ার ইচ্ছা এবং সারা বছর একটু ভালো থাকার আশায় চোখ হয়ে উঠেছিল চকচকে। কিন্তু বর্তমানে তা হতাশায় পরিণত হয়েছে। ব্যান পিরিয়ডের প্রায় দু মাস শেষ। সরকারের নির্দেশ মেনে গত 14ই জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়।কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না ।তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন।সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মিলছে না মাছ? বিশেষ করে একেবারে দেখা নেই ইলিশের। এই মরশুমে এই পরিস্থিতি একেবারেই অভিপ্রেত নয় তাহলে কেন হচ্ছে? উত্তরে ট্রলার মালিক তথা মৎস্যজীবী নবীন জানা বলেন বৃষ্টির অভাবই প্রধান কারণ। প্রকৃতির খামখেয়ালী? নাকি মানুষের দীর্ঘদিন ধরে প্রকৃতির উপরে করা অত্যাচার? কোন ফলাফল ভোগ করছেন বর্তমানে অসহায় এই মৎস্যজীবীরা? কবে দেখা মিলবে সমুদ্রের সেই রুপালি শস্য? প্রশ্ন অনেক তবে উত্তর মিলবে কি? আপাতত ঋণ পরিশোধের এবং পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দেবার চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা।