
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা: জমি বিবাদের জেরে এক ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। মৃতের নাম সুফল নস্কর। রাস্তার পাশ থেকে তাঁর নিথর শরীর উদ্ধার হয়। তার দেহের পাশ থেকে একটি হাতুড়িও উদ্ধার হয়।
জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকার বাসিন্দা ছিলেন সুফল নস্কর। জমি জায়গা নিয়ে বিবাদের জেরি পরিকল্পিতভাবে সুফল নস্করকে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার জমিতে সার দেওয়ার সময় শেষবার তাকে দেখার কে ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপর রাতে ই তার মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়