
ওঙ্কার ডেস্ক : বিজেপির বনধ ঘিরে দিকে দিকে বিক্ষোভ. সজল ঘোষকে বাড়ি থেকে গ্রেফতার করলো পুলিশ। নিয়ে যাওয়া হলো লালবাজারে.
অন্যদিকে, গড়িয়াহাট মোড়ে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলীকে দেখে গো ব্যাক স্লোগান অটো চালকদের. ‘তৃণমূলের কাছে পুলিশ বড় অস্ত্র. আমাকে ডায়মন্ড হারবার এর পুলিশ মেরেছিল, আমি ভুলিনি’, বললেন বিজেপি নেত্রী. পাশাপাশি তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে.
উল্লেখ্য,বনধ ঘিরে সম্মুখমসরে বিজেপি-তৃণমূল. গড়িয়াহাট মোড়েও ধুন্ধুমার. পৌঁছোলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল. সেইসাথে দেখা গেল বেশ কিছু বিজেপি কর্মীদের আটক করলো পুলিশ. পরে কলকাতা পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, বিজেপির বনধ ঘিরে তুলকালাম শ্যামবাজার পাঁচ মাথার মোড়. টেনে হিঁচড়ে লকেট-রাহুলকে আটক করলো পুলিশ. তারপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা.