
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপ থেকে কার্যত ছুটি।এখন লড়াই সম্মানরক্ষার। মঙ্গলবার ইডেনে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এটা ছাড়া আর কিছু পাওয়ার নেই বাংলাদেশের। তবুও এই সম্মানটাই চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন বাংলাদেশ অধিনায়ক বললেন,আমরা পাকিস্তান ম্যাচটা জিততে চাই। বাকি থাকা ৩টে ম্যাচ জিতলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে থাকব। কোনও দলকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেটিং করতে চাই না। আমরাই দলের পরিস্থিতি ঠিক করতে পারি। দলের ক্রিকেটাররা নিজেরাই নিজেদের ফর্মে ফেরাতে পারে। দলের সকলে সবাইকে মোটিভেট করছে। এটা দলগত খেলা ঠিকই, কিন্তু ব্যাক্তিগত ভাবে ক্রিকেটাররা ফর্মে ফিরলেই সাফল্য আসবে।’
নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে সাকিব বললেন,
‘সমর্থকদের মতো দলের সকলেই নেদারল্যান্ডস ম্যাচটার পর ভীষণ কষ্ট পেয়েছে। কিন্তু ওই হার নিয়ে বেশি ভাবলে চলবে না। এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা দলগত ও আলাদা আলাদা আলোচনাও করছি।নিজেদের মোটিভেট করতে হবে। ব্যক্তিগত পারফরম্যান্সে জোর দিতে হবে। ক্রিকেট টিমগেম হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর অনেক কিছু নির্ভর করে। আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে ব্যাটে-বলে ভাল করার।’তামিম ইকবাল প্রসঙ্গ বাংলাদেশ সাংবাদিকরা তুললে সাকিব বলে আলোচনা বিশ্বকাপের পরে হবে।