
স্পোর্টস ডেস্ক : ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা। এদিন ছিল সমাবর্তন অনুষ্ঠান। যেখানে হাজির গর্বিত বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় সৌরভ ও ডোনা শেয়ার করলেন গর্বের সেই মুহূর্তের নানা ছবি ও ভিডিও।সৌরভ গঙ্গোপাধ্যায় গত সপ্তাহেই লন্ডনে গিয়েছেন। তার কয়েক দিন পৌঁছে গিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। কন্যা সানা উচ্চশিক্ষা লাভের জন্য লন্ডনে থাকাকালীন কয়েক বছরে বেশিরভাগ সময় ডোনা গঙ্গোপাধ্যায়কে থাকতে হয়েছে লন্ডনে। কর্মব্যস্ততার ফাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ও থেকেছেন লন্ডনের ফ্ল্যাটে।সকাল সকাল সানাকে নিয়ে সৌরভ ও ডোনা হাজির সমাবর্তনের অনুষ্ঠানে।ফেসবুকে দুটি ছবি পোস্ট করে সৌরভ লেখেন, সমাবর্তনের দিনে সানাকে অভিনন্দন। এমন আরও অনেক গর্বের মুহূর্ত আসবে বলেও উল্লেখ করেন মহারাজ। সমাবর্তন অনুষ্ঠান শেষে সৌরভ ইনস্টাগ্রামে আরও কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ” (সানার) গ্র্যাজুয়েশন ডে। জীবনের প্রথম এই ধাপ তার আজীবন স্মরণীয় হয়ে থাকবে।”