
ওঙ্কার ডেস্ক:
সন্দেশখালিতে গীতা বিতরণের কথা বললেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার, 2:55 Pm
‘পিসি ভাইপোকে তাড়াতে হবে আগে’- শুভেন্দু
‘লোকসভায় ৭ হাজার এবং বিধানসভায় ২৬ হাজার লিড চাই’ -শুভেন্দু
মঙ্গলবার, 2:50 Pm
‘সন্দেশখালির মা বোনেদের লড়াইকে সম্মান জানিয়েছে বিশ্ববাসী’ – শুভেন্দু।
‘কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী’- শুভেন্দু
‘এই রাজ্যে ২ কোটি বেকার’ – শুভেন্দু
মঙ্গলবার, 2:45Pm
‘এ রাজ্যে সবচেয়ে বড় দুষ্টু লোক মুখ্যমন্ত্রী’- শুভেন্দু অধিকারী
‘আইন মেনে সুদ সহ বদলা নেব’- শুভেন্দু।
মঙ্গলবার, 2:40Pm
১০০ দিনের টাকা লুঠ করেছে- শুভেন্দু।
সন্দেশখালি যে পথ দেখিয়েছে, আগামীদিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে- শুভেন্দু।
মঙ্গলবার, 2:35Pm
বিজেপি সরকার হলে সন্দেশখালি কমিশন হবে – শুভেন্দু
হাজি নুরুলের মনোনয়ন সম্পূর্ণ ভাবে ত্রুটিপূর্ণ- শুভেন্দু
শাহাজাহানের মতো লোকদের সাফ করব- শুভেন্দু
মঙ্গলবার, 2:30 Pm
মমতা বন্দোপাধ্যায় দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে- শুভেন্দু
এবারে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাব, বললেন শুভেন্দু ।
গতকালের সভায় সন্দেশখালির কেউ ছিল না- শুভেন্দু
মঙ্গলবার, 2:26 Pm
ওপারে ইউনুস যাহা, এপারে মমতা তাহা বললেন শুভেন্দু
চিন্ময় প্রভুর মুক্তি চাই- শুভেন্দু
মঙ্গলবার, 2:25 Pm
সন্দেশখালি থেকে বিশ্বের হিন্দু এক হওয়ার ডাক শুভেন্দুর
হিন্দুদের পদ্মফুলে ভোট দিতে হবে।
মঙ্গলবার, 2:20 Pm
আজকে আমার আসা দরকার ছিল, কালকে জায়গা টা অপবিত্র করে গেছে, আজ গঙ্গাজল ছড়িয়ে পবিত্র করতে এসেছি – শুভেন্দু
মঙ্গলবার, 2:05 Pm
সন্দেশখালিতে ২৭ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর।
মঙ্গলবার, 2:00 Pm
ধামাখালি থেকে পায়ে হেঁটে সভাস্থলে শুভেন্দু।