
অরিন্দম হরি, সন্দেশখালি: লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালির জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লাল কাছারী এলাকা। শুক্রবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে জোর করে
জমি দখলের অভিযোগ তুলে এদিন সকাল থেকেই মহিলা পুরুষ নির্বিশেষে বিক্ষোভ দেখান।গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। গ্রামবাসীদের অভিযোগ শাহজাহান ও শিবু হাজরার সহযোগী তৃনমূল নেতাদের বিরুদ্ধে।ঘটনাস্থলে সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভকারী দের সঙ্গে কথা বলেন। তাদের পুলিশের অস্থায়ী ক্যাম্প লিখিত ভাবে অভিযোগ জানাতে বলা হয়।এবং অভিযোগ পেলে তদন্ত করে দেখার আশ্বাস দেন ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিকরা।