
ওঙ্কার ডেস্ক:সন্দেশখালি সরবেড়িয়াতে ইডিকে মারধোরের অভিযোগে অবশেষে দুজনকে গ্রেফতার করলো নেজাট থানার পুলিশ৷ ধৃত দুই ব্যক্তির নাম মাহাবুর মোল্লা ও সুকমল সর্দার৷ নেজাট থানা এলাকার একটি মাছের ভেড়ি থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হামলার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ওই দুজনকে চিহ্নিত করা হয়েছিল বলে জানা গেছে। পুলিশ জনিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে তাদের এলাকার একটি ভেড়ি থেকে গ্রেফতার করা হয়৷ দু’জনেরই বাড়ি সরবেড়িয়া এলাকায়৷