
নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত সন্দেশখালি। শাহজাহানহীন সন্দেশখালিতে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। জেলিয়াখালীতে তৃনমূল নেতার পোল্ট্রি ফার্মে আগুন। পোলট্রিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা । শুক্রবারের পর আজও বাঁশ, কাঠারি, লাঠি হাতে পথে বলে মহিলারা। তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা সন্দেশখালির জেলিয়াখালীতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তাতে পোল্ট্রি ফার্ম করেছিল বলে অভিযোগ। গ্রামবাসীরা সেই সব জমি দখল শুরু করেছে বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ তাদের জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেচোভেরি তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা। এরা প্রত্যেকেই শেখ শাহজাহানের অনুগামী। সামন্ত প্রভুদের কায়দায় শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতেই পোল্ট্রি ফার্মে বেগার খাটতে হতো জমির মালিকদের। মজুরি চাইলেই জুটতো প্রহার, জন খাটা স্বামীদের মেরে কোমর ভেঙে দেয়ারও অভিযোগ করছেন গ্রামের মহিলারা। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।