
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশ খালি:লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষনা না করা হলেও,রাজ্যে ইতিমধ্যেই মধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।জোয়ানদের ভারী বুটের আওয়াজ শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায়।এবার সন্দেশ খালিতেও নামলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । ইতিমধ্যেই শুরু হয়েছে রুট মার্চ। এদিন বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা বাজার, রামপুর বাগডি পাড়া, সরবেড়িয়া ধামাখালি রোডের একাধিক এলাকায় গাড়ি করে টহল দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি পায়ে হেঁটে সন্দেশখালি থানার একাধিক জায়গাতেও রুট মার্চ করতে দেখা গেছে জোয়ানদের। সন্দেশ খালির মহিলাদের ধারাবাহিক আন্দোলনের ফলে ইতি মধ্যেই হাজতে ঢুকেছে শেখ শাহজাহান,শিবু হাজরা,উত্তম সর্দার সহ একাধিক অভিযুক্ত নেতা।এবার কেন্দ্রীয় বাহিনী এসে টহলদারি শুরু করায় স্বস্তির নিশ্বাস ফেলছে এলাকার মহিলা ও গ্রামবাসীরা