
সুকান্ত চট্টোপাধ্যায়, সন্দেশখালি:
বিজেপির প্রতিনিধি দলের পর এবার সন্দেশ খালির পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হলেন কামদুনির প্রতিবাদীরা। বাধা পেয়ে পুলিশের ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৌসুমী ও টুম্পা কয়লারা।
শনিবার বিকালে উপদ্রুত এলাকায় যাওয়ার জন্য সন্দেশখালিতে এসে পৌঁছান কামদুনি প্রতিবাদী মঞ্চের দুই পরিচিত প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল। কিন্তু বিজেপির প্রতিনিধিদের পর তাদেরও পুলিশ গ্রামে ঢুকতে বাধা দেয়। প্রতিবাদে তারা পুলিশ ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখতে শুরু করেন। মৌসুমী ও টুম্পা কয়ালদের দাবি গ্রামে যে সমস্ত নারীরা শেখ শাহজাহান ও শিবু হাজরার বাহিনীর হাতে লাঞ্ছিত ধর্ষিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও যারা দুদিন ধরে আহত অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে হাসপাতালে যেতে পারছে না তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবেন।
কিন্তু তাদের কোন আবেদনেই সাড়া দেয়নি পুলিশ। এরপরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে টুম্পা ও মৌসুমী কয়ালরা পুলিশ ব্যারিকেডের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।