
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি : ১৩৫৩ সালের তেভাগা আন্দোলনে হলদি নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। বিক্ষোভকারী চামু, বিশাল, রতিরাম, রবি রাম ,বাসন্তী সরদারদের নাম এখনো শহীদ বেদিতে জ্বলজ্বল করছে। বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এখনো সেই শহীদ বেদী রয়েছে।আর সেই আন্দোলনের পরম্পরা এখনও বামেরা বহন করছেন, বলে দাবি করলেন তেভাগা আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও কৃষক নেতা বিনয় সরকার ও গৌরী পাত্র । তারা দাবি করেছেন সন্দেশখালি এই আন্দোলনের পিছনে বিজেপি নয় বামপন্থীদের হাত ছিলো।এবারও মানুষ চাইছেন বামেদের। ক্রমশ ভিড় বাড়ছে বামপন্থীদের মিটিং ও মিছিলে। বিজেপি ও তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন সাধারণ মানুষ। আর তাই বিজেপি তৃণমূলকে চাইছে না তেভাগার মাটি বলে দাবি করেছেন গৌরী পাত্র ।
উল্লেখ্য সন্দেশখালি তে বিজেপির পাশাপাশি সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারদের মিছিল মিটিং ও বিশেষ ভাবে নজর কাড়ছে সকলের। তাহলে আরো একবার কি সন্দেশখালি আন্দোলনের মধ্য দিয়ে হারানো জমি ফিরে পেতে চলেছেন বামেরা।এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।