
নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবারের পর ফের উত্তপ্ত সন্দেশখালী। সকাল থেকেই চাঁপা উত্তেজনা ছিল এলাকায়। এবার সন্দেশখালীর বেড়মজুর এলাকার কাছারি অঞ্চলের চাষীদের জমি দখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ শেখ শাহজাহানেরে ভাই শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ তাদের প্রায় ৪০ বিঘা জমি জোর করে দখল করে নেয় শেখ সিরাজউদ্দিন। চাষের জমিতে রাতারাতি সামুদ্রিক নোনা জল ঢুকিয়ে বানানো হয় মেছো ঘেরী। প্রতিবাদ করতে গিয়ে জখম হতে হয়েছে অনেককে। সন্দেশখালী থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে জানিয়েছেন তাঁরা। পাল্টা প্রতিবাদী গ্রামবাসীদের কপালে জুটেছে অত্যাচার লাঞ্ছনা। তবে এদিন গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা নিজেদের আলঘরে আগুন লাগিয়ে দিয়ে গ্রামবাসীদের নামে দোষ চাপাচ্ছে। তারই প্রতিবাদে সরব হয়ে লাঠি, ঝাঁটা হাতে নিয়ে গ্রামের মহিলা, পুরুষ সবাই একত্রিত হয়ে পথে নেমেছে। তীব্র উত্তেজনা ছড়াতে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশ খালি থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।