
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : ‘শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না!’, খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই অডিও ক্লিপে হরিনঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো অকথ্য ভাষায় শান্তনুকে নিশানা করেছেন হরিনঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,”বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না।” যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।
যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকেই তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ওই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল।
লোকসভা ভোটের মুখে যখন সংগঠন মজবুত করতে মরিয়া বিজেপি, তখন এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় পড়ে গেছে বনগাঁর রাজনীতিতে।