
বাঁকুড়া, শুভম কর্মকার : সরস্বতী পুজো মানেই ছাত্র ছাত্রীদের হইহল্লা, সকাল হতে না হতেই স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি। কিন্তু সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেল বাঁকুড়ার ছাতনার ঝাঁটিপাহাড়ি এলাকার দুই বিদ্যালয়ে। এখানে বন্ধ সরস্বতী পুজো। প্রতিবছরের মতো এবছরও সরস্বতী পুজোর দিন ঝাঁটিপাহাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয় ও বান্দাগাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্পাঞ্জলির উদ্দেশ্যে জড়ো হয় বিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের দরজায় তালা বন্ধ। হচ্ছে না সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনা না হওয়ায় মন ভেঙে যায় পড়ুয়াদের। একরাশ দুঃখ নিয়েই বাড়ি ফিরে যেতে হয় তাদের।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিদ্যালয়ের সামনে বিক্ষোভে নামেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়নি, তাই আমাদের ছেলেমেয়েরা হাতেখড়ি ও পুষ্পাঞ্জলি দিতে পারেনি। স্থানীয় পুলিশ ষ্টেশনে অভিযোগ দায়ের করা হলে বিদ্যালয়ে উপস্থিত হয় ছাতনা থানার পুলিশ ও ঝাঁটিপাহাড়ি সার্কেলের বিদ্যালয় পরিদর্শক।
ঝাঁটিপাহাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, “আমার বাড়িতে অশৌচ থাকার কারণে আমি পুজোতে অংশগ্রহণ করতে পারিনি, অন্যান্য সহ শিক্ষকদেরকে জানানো হলেও তাদের তরফ থেকে কোনও উত্তর মেলেনি”। অপরদিকে বান্দাগাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, “ বিদ্যালয়ের উদ্যোগে কোনোদিনই সরস্বতী পুজো করা হয়নি। একটি ক্লাবের আয়োজনে বিদ্যালয়ে পুজো হত। এবার ক্লাবের তরফ থেকে পুজোর উদ্যোগ নেওয়া হয়নি , তাই পুজো করা যায়নি। তাছাড়াও তিনি জানান পুজোর জন্য আমাদের কোন ফাণ্ড নেই”´।