
বাবলু প্রামাণিক, বারুইপুর :- আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ রাজ্যবাসী. কখনও চড়া রোদ, কখনও আবার নামছে বৃষ্টি. কিন্তু, সামনেই লোকসভা ভোট. যতই অসুবিধা হোক, প্রচার তো চালাতেই হবে. তাই বৃষ্টি মাথায় নিয়েই রবিবাসরীয় প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ. বারুইপুরের শিখরবালিতে অভিনব প্রচার সারলেন তারকা প্রার্থী. কখনও হুডখোলা গাড়িতে চেপে, কখনও সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন মানুষের কাছে. বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন মানুষের সঙ্গে. তাঁদের অভাব-অভিযোগ শুনলেন. কখনও বা জিআই ট্যাগ প্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল পেয়ারা খেতে খেতে জনসংযোগ করলেন।
তারকা প্রার্থীকে যখন এত কাছে পেয়েছেন, তখন কি আর সহজে ছেড়ে দেওয়া যায়? সায়নীর সঙ্গে সেলফি তুলতে রীতিমতো লাইন পড়ে গেল এলাকাবাসীর. এদিন প্রচারে সায়নীর সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।