
নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ২৫ জানুয়ারি একটি গণবিবাহ অনুষ্ঠিত হয়েছিল। কর্মকর্তাদের দাবি ছিল, অনুষ্ঠানে প্রায় ৫৬৮ দম্পতি বিয়ে করেছেন। কিন্তু গণবিবাহের ভিডিও সামনে আসতেই, সকলের চোখ উঠেছে কপালে।
ভিডিও তে দেখা গিয়েছে, পরনে কমলা রঙের শাড়ি। মাথায় ঘোমটা। সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কনেরা। বরদেরও মুখ ঢাকা। এবং কনেরা নিজেদের গলাতেই মালা পরাচ্ছেন! পরে ভাইরাল ভিডিও এর সূত্র ধরে জানা গিয়েছে, যোগী রাজ্যের সমাজ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই গণবিবাহের আসর বসেছিল।
অভিযোগ, সরকারি টাকা নয় ছয় করতেই সাজান হয়েছিল ভুয়ো গণবিবাহের আসর। ইতিমধ্যে দুই সরকারি আধিকারিক সহ ১৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ। জানাগিয়েছে, ‘সাজানো বিয়ের জন্য প্রতি বরকে ৫শ রুপি এবং কনেকে ২ হাজার রুপি করে দেওয়া হচ্ছিল। কিছু কনের বরও ছিল না। তারা নিজেরাই নিজেদের মালা পরিয়েছেন।’ আর প্রতি দম্পতি পিছু সরকারি খাতায় খরচ হয়েছে ৫১ হাজার টাকা করে।
এই গণবিবাহ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেপি বিধায়ক কেতকি সিং। এই জালিয়াতিতে সরকারী কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে এলাকার প্রভাব শালী বিজেপি নেতা কেতকি সিং বলেন, ‘তারা আমাকে ঘটনার মাত্র দুই দিন আগে জানিয়েছিল। আমি সন্দেহ করেছিলাম যে সেখানে কিছু ঘটছে। তদন্ত শুরু হয়েছে।