
শর্মিলা প্রধান, সিকিমঃ ফের পাহাড় চূড়ায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি। প্রথমবার বাঘের অস্তিত্ব পাওয়া গেল সিকিমের পানগোলাখা অভয়ারণ্যে।
সিকিমের ৩,৬৪০ মিটার উচ্চতায় পানগোলাখা অভয়ারণ্যের অবস্থান। সম্প্রতি, জীব বৈচিত্র সংক্রান্ত সমীক্ষা করার পর পানগোলাখা অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে বলে দাবি করেছিল বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এর এবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। আর সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত সিকিমের বন ও পরিবেশ বিভাগ। সমীক্ষা সফল হওয়ায় খুশি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি কর্তারা। সংস্থার তরফে সংবাদ মাধ্যমকে জানানও হয়েছে, ‘অত্যন্ত আনন্দের খবর। পানগোলাখা পর্বত এলাকের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়ে যে বাঘ থাকতে পারে, তা প্রমাণিত হল। পানগোলাখা অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি পাওয়াটা নিঃসন্দেহে বড় খবর।’
প্রসঙ্গত, এর আগেও সিকিম পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি পাওয়া গিয়েছে।