
ওঙ্কার ডেস্ক : সিকিম সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, তাদের রাজ্যে বেড়াতে গেলে এবার থেকে বাড়তি টাকা দিতে হবে পর্যটকদেরে। পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নের জন্য এই অতিরিক্ত টাকা ধার্য হচ্ছে। বাঙালি পর্যটকদের কাছে বরাবররের জন্য সিকিম অন্যতম পছন্দের জায়গা। দেশ বিদেশের বহু পর্যটক আসেন এখানে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সব ভ্রমণপিপাসু মানুষের কাছে সিকিম খুবই পছন্দের জায়গা। বিশেষ করে এখান থেকেই সবচেয়ে কাছে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। মেঘের কোলে রূপময়ী এই পর্যনটনক্ষেত্রে তাই পাড়ি জমান দেশ বিদেশের মানুষেরা। কিন্তু সেখানে সরকারের এই নতুন নিয়মে অখুশি পর্যটকরা। কারণ একটাই, এখন কোথাও বেড়াতে গেলে এমনিতেই অনেক বেশি খরচ, তার উপর যদি বাড়তি দায় আসে তাহলে টান পড়বে তাঁদের সীমিত পুঁজিতে।


সিকিমে পা দিলেই মাথা পিছু অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। সরকারি ভাবে জানান হয়েছে, এই টাকা নেওয়া হচ্ছে রাজ্যে পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নের জন্য। সিকিম প্রশাসন জানিয়েছে, পর্যটন ব্যবসা নথিভুক্তকরণ নীতির অধীনে এই টাকা আদায় করা হবে। যে বাড়তি টাকা আসবে তা রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হবে। জানানো হয়েছে, রাজ্যে প্রবেশের সময়ে কোনও অর্থ দিতে হবে না। তবে হোটেলে যখন পর্যটকরা চেক-ইন করবেন, সেই সময়ই মাথাপিছু ৫০ টাকা করে কেটে নেবে কর্তৃপক্ষ। যদিও ৫ বছরের কম বয়সিদের জন্য কোনও টাকা লাগবে না। অন্যদিকে, যারা সরকারি কাজে সিকিম আসবেন, তাদেরও বাড়তি কোনও টাকা দিতে হবে না।

এই ৫০ টাকা অতিরিক্ত দিয়ে কোনও পর্যটক ৩০ দিন বা এক মাস রাজ্যে থাকতে পারবেন। সেই সময় পেরনোর পরও রাজ্যে থাকতে গেলে আবার তাঁকে ৫০ টাকা দিতে হবে বলে জানিয়েছেন সিকিম সরকার। তবে ভ্রমণার্থীরা এর মধ্যে ভবিষ্যতের ভূত দেখছেন। তাঁদের অনুমান, একবার শুরু হলেই নানান ক্ষেত্রে এর প্রভাব পড়বে। যার মোট দায় অনেকটাই বাড়তে পারে।