
অরূপ পোদ্দার, শিলিগুড়ি: বাঙালির উঠলো বাই তো কটক যাই! কিন্তু হাতে হয়তো ছুটি মোটে দুদিন! দুদিনের ছুটিতে তো আর কটক যাওয়া সম্ভব নয়, তাই না! তাই বাঙালির ভরসা ওই ‘দিপুদা’। অর্থাৎ দিঘা, পুরী কিংবা দার্জিলিং। কিন্তু রাজ্যের উত্তরে টানা বর্ষার জন্য ভালোই প্রভাব পড়েছে পাহাড় ভ্রমণে । কোথাও নামছে ধস, কোথাও বা নদীর জল বিপদসীমার উর্ধ্বে। যার ফলে প্রায় ১৯ দিন বন্ধ ছিল দার্জিলিং যাওয়ার রাস্তা।
অবশেষে সুখবর পাহাড়প্রেমী পর্যটকদের জন্য। খুলে গেলো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়ক। মহানবীর কাছে ধসের কারণে দীর্ঘদিন থেকে এই রুটে বন্ধ ছিল যান চলাচল। বুধবার সকাল থেকেই আবারও সেই পথে শুরু হলো যান চলাচল।