
অরূপ পোদ্দার, দার্জিলিং : লাগাতার বৃষ্টিতে ব্যাহত বাংলার পাহাড়ি এলাকার জনজীবন। প্রভাব পড়েছে সমতল এলাকাতেও। শিলিগুড়িতে বন্যার ভ্রুকুটি।
টানা কদিনের বৃষ্টিতে রাজ্যের নানান এলাকা জলমগ্ন। অতিবৃষ্টির কারণে বহু এলাকার মানুষ বিপদগ্রস্ত। এরই মধ্যে পাহাড়ি এলাকাতেও বৃষ্টির পরিমাণ বেড়ে চলেছে। পাহাড় সংলগ্ন সমতল এলাকার নদী গুলিতে বাড়ছে জলের পরিমাণ।
লাগাতার বৃষ্টিতে পাহাড়ি এলাকার রাস্তা গুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। যৌবনের রূপ পেয়েছে পাহাড়ি এলাকার নদী ও ঝোড়া গুলি। মহানন্দা নদীতে জলস্তর বিবদ সীমার কাছাকাছি।
শুক্রবারও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই পাহাড় ও সমতলে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সাতসকালে দার্জিলিং’র মেলে পর্যটকদের দেখা গেল ছাতা নিয়ে ঘুরতে। ইতিমধ্যেই কালিম্পং বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে। তিস্তা নদীর সংলগ্ন এলাকায় সতর্কবার্তা জারী করা হয়েছে কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে।