
বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জ: চুরি করতে এসে ঘুমিয়ে পড়াই কাল হলো চোর বাবাজির। সাত সকালে চোরের ঘুম ভাঙ্গানোর পাশাপাশি গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা।
। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভোজপুরানী গছ এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে ভোজপুরানী গছ এলাকায় সন্তোষ সরকার নামে এক ব্যক্তির মুদিখানা দোকানে চুরি করতে আসে বেশকয়েজন। নেশাগ্রস্থ অবস্থায় এক চোর চুরি করে পালানোর সময় দোকানের পিছনে ঘুমিয়ে পড়ে।
সোমবার সকালে স্হানীয়রা ওই চোরকে চুরি যাওয়া জিনিসপত্র সহ দোকানের পিছনে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। এরপর চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় চোপড়া থানার পুলিশ।
অন্যদিকে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন দোকান মালিক ও স্হানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।