
স্পোর্টস ডেস্ক: জোড়া হার দিল্লি ক্যাপিটালসের। পাঞ্জাব কিংসের পর রাজস্থান রয়্যালসের কাছেও হেরে গেল ঋষভ পন্থের দল। বৃহস্পতিবার জয়পুরে ১২ রানে জিতলেন সঞ্জু স্যামসনরা। রিয়ান পরাগের বিধ্বংসী ব্যাটিং দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। ৪৫ বলে ৮৪ রানে অপরাজিত। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে রাজস্থান। জবাবে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রানে থামে দিল্লির ইনিংস। শেষ ওভারে দুর্দান্ত বল করেন আবেশ খান। প্রয়োজন ছিল ১৭ রান। সেখানে মাত্র ৫ রান দেন। মারাত্মক দুর্ঘটনা পেছনে ফেলে জীবনযুদ্ধে জয় পেলেও, প্রত্যাবর্তনের পর বাইশ গজে এখনও জয়ের মুখ দেখলেন না ঋষভ পন্থ