
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : সমবায় দুর্নীতির যেন শেষই হচ্ছে না। আবারও দুর্নীতির অভিযোগ উঠে এলো দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মধুসূদন চক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। গোয়ালঘর দেওয়ার নামে শতশত বেনিফিশিয়ারিদের কাছ থেকে চার হাজার টাকা করে নেওয়া হয়. এমনকি সার বিক্রির নামেও কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ। অনুপ সামন্ত নামে এক গ্রাহকের অভিযোগ, প্রাক্তন ম্যানেজার ভূধর মাঝি ও প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি নিজের পরিবারের নামে বিশেষ গোয়াল ঘরের স্কিম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও, বেনিফিশিয়ারিদের থেকে ৪০০০ টাকা করে নেওয়া হলেও, রশিদ মিলেছে দেড় হাজার টাকার। এর পাশাপাশি, দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন অনুপ সামন্ত।
তবে এই বিষয়ে সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি আঙুল তুলেছেন প্রাক্তন ম্যানেজার ভুধর মাঝির দিকে। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁর পরিবারের নামে কয়েকটি গোয়াল ঘর পাস করানো হয়, তিনি সেই টাকা নেননি। তবে বর্তমানে বেনিফিশিয়ারিদের গোয়াল ঘর দেওয়ার নামে চার হাজার টাকা করে নেওয়ার কথা অস্বীকার করেন সুনীল মাইতি।
এই বিষয়ে গত দু’বছর ধরে সমবায় দপ্তরের বিভিন্ন আধিকারিককে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি. কবে তাঁরা গোয়ালঘর পাবেন, এখন সেই অপেক্ষায় রয়েছেন গ্রাহকেরা।