
ওঙ্কার অনলাইন ডেস্ক : শনিবার আলিপুর আদালত চত্বরে নজিরবিহীন ভাবে বিতন্ডায় জড়ালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এর সঙ্গে। বিবাহ বিচ্ছেদের মামলায় দুজনেই এদিন আদালতে উপস্থিত ছিলেন। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিন তার বান্ধবী বৈশাখী ও যথারীতি উপস্থিত ছিলেন আদালত চত্বরে।
আদালত চত্বরে পরস্পর মুখোমুখি হতেই তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায় শোভন ও রত্না দেবীর মধ্যে। রত্নাদেবী প্রকাশ্যেই বৈশাখীর উদ্দেশ্যে বলতে থাকেন, এই মহিলা যত নাটের গুরু। এর আগে কত লোকের সংসার ভেঙে এবার আমার ঘর ভেঙেছে….।
শোভন চট্টোপাধ্যায় ক্রুদ্ধ হয়ে বলেন, চুপ একদম চুপ। পাল্টা ফুঁসে ওঠেন রত্না বলেন, জিএসটি মামলায় গ্রেপ্তার করাতে তো লাল বাজারে গিয়েছিলে। কি হলো? গ্রেফতার করলো না কেন? মমতা ব্যানার্জির দেওয়া পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ।আবার বড়ো বড়ো কথা।
দৃশ্যত: বিব্রত বৈশাখীকে বলতে শোনা যায়, এসব কি হচ্ছে! আমি এত নিচে নামতে পারবো না।
শোভন চট্টোপাধ্যায় আশেপাশের আইনজীবীদের বলেন, আমার কত কোটি টাকা মেরে দিয়েছে জানেন!
সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণে উঠে আসেন রত্না। শেষ অব্দি দুপক্ষের আইনজীবীরা দুজনকে সামলে সরিয়ে নিয়ে যান। বৈশাখী শোভনের সঙ্গে চলে যান।