
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া নামল তার নতুন জার্সি পরে।
নতুন জার্সি ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য গর্বের উৎস হবে কারণ এতে ভারতীয় তেরঙার রং রয়েছে। নতুন জার্সির সামনে ও পেছনের অংশ অনেকটা একই রকম। পরিবর্তন করা হয়েছে কাঁধের অংশ। আগে কাঁধে তিনটি সাদা ডোরা ছিল, তবে নতুন জার্সিতে ভারতীয় তেরঙার রং ব্যবহার করা হয়েছে এবং তাতে তিনটি সাদা স্ট্রাইপ রয়েছে। এছাড়াও, অশোক চক্রের প্রতীক নীল রঙটিও জার্সির একটি অংশ। এদিন নাগপুরে প্রথম একদিনের ম্যাচে চোটের কারণে খেললেন না বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ভারতীয় দলে অভিষেক হল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। এর আগে টেস্ট ও টি- টোয়েন্টিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন দুই তরুণ।
এছাড়াও বিশ্বকাপের পর প্রথমবার দলের হয়ে ওয়ানডেতে নামলেন মহম্মদ শামি। তবে কোহলি না থাকায় তাঁর জায়গায় দলে এসেছেন শ্রেয়স আইয়ার। এছাড়াও দলে আছে শুভমন গিল। তবে দলে জায়গা পাননি ঋসভ পন্থ তাঁর জায়গায় দলে এসেছেন কে এল রাহুল।