
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ওজন তুলতে ভালবাসতেন, কে জানত সেই ওজনই প্রাণ কেড়ে নেবে। অনুশীলনেই প্রাণ হারালেন জাতীয় পাওয়ার লিফটার ইয়াস্তিকা আচার্য। বুধবার রাতে অনুশীলন করার সময় ২৭০ কেজি ওজনের রড তুলতে গিয়ে সামাল দিয়ে উঠতে পারেনি ইয়াস্তিকা। ঘাড়ে পড়ে যায় ২৭০ কেজি ওজনের ওই রড, বাঁচাতে পারেননি তাঁর ট্রেনারও। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে তাঁকে। কিছুদিন আগেই জাতীয় গেমসে সোনা জিতেছিল ইয়াস্তিকা। খেলোয়াড়ের এরকম মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।