
ওঙ্কার ডেস্কঃ আজ ১১ই জানুয়ারি গুয়াহাটিতে বছরের প্রথম ডার্বি। কিন্ত কলকাতার বাইরে খেলা হওয়ায় , সমর্থক ছাড়াই হচ্ছে এবারের ডার্বি।সুত্র মারফত জানা গিয়েছে কিছু সমর্থক আজ সকালে রওনা হয়েছেন গুয়াহাটির উদ্দেশ্যে ।কিন্তু মাঠে ঢোকার জন্য টিকিট নিয়েও আছে সমস্যা।বহু সমর্থকের যাওয়ার ইচ্ছে থাকলেও খরচ ও সময়ের কথা মাথায় রেখে তারা যেতে পারছে না । তাই ২০ হাজার দর্শক ধারনের ক্ষমতা থাকলেও , মাঠও ভর্তি হবে না বলে আশঙ্কা থেকেই যাচ্ছে।
কলকাতার দুই প্রধানের লড়াইয়ে থাকবে না সমর্থকরা, তাই কিছুটা মুষড়েও রয়েছেন দুই দলের সমর্থকরা।বহু খেলোয়াড় জানিয়েছেন দর্শকদের চিৎকার, উন্মাদনা মাঠে ভালো প্রদর্শন করতে উদ্যম বাড়িয়ে দেয়। মোহনবাগানের জেমি ম্যাকলারেন গুয়াহাটি যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বলেন,’আমি তিনটি দেশের ডার্বি খেলেছি, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, কলকাতা, এবং নিঃসন্দেহে কলকাতার ডার্বি এশিয়ার সেরা ডার্বি। সমর্থকদের মধ্যে এরকম উত্তেজনা আমি অন্য কোথাও দেখিনি’।
আইএসএল বা যে কোন লিগের সিডিউল অনেক আগে থেকে তৈরি করা হয়, তাহলে আগে থেকে কেন খতিয়ে দেখে ম্যাচের দিন ধার্য করা হয়নি সে নিয়ে প্রশ্ন উঠছে সমর্থকদের মধ্যে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল এর মতো দুই প্রধানের ম্যাচ সমর্থক ছাড়া কেমন হয় তা নিয়ে উদ্বেগে রয়েছে ক্রীড়া মহল।