
স্পোর্টস ডেস্ক : শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে পার্থ দে ফাউন্ডেশন এর অনুষ্ঠানে ছিল পরিছন্নতার ছোঁয়া. মারাদোনা ভক্ত পার্থ দে দুবছর আগে মারাদোনার প্রয়াণ দিবসেই প্রয়াত হন বাইপোলার ডিজিজে আক্রান্ত হয়ে. শনিবার তাঁর তৃতীয়, মারাদোনার চতুর্থ প্রয়াণ দিবসে একটি অনুষ্ঠানে পার্থ দে ফাউন্ডেশন এর কার্যকলাপ বিবৃত করা হয়. স্বপ্নের উড়ান নামের একটি ফিল্ম দেখানো হয় যা আধারিত প্রয়াত পার্থর জীবনের ওপর এবং পার্থর বাবা অমিয় দে ও মা মিতা দের অবদান সন্তানের স্মৃতিতে মানুষের কল্যাণের জন্যে. মানসিক স্বাস্থ্য নিয়ে পূর্ব ভারতের সব থেকে বড় প্রতিষ্ঠান অন্তরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিকদের মানসিক সমস্যা নিয়ে সুন্দর একটি উপস্থাপনা করে. পার্থ দে স্মরক ডাক টিকিট এর উদ্বোধন করেন প্রাক্তন আন্তর্জাতিক গোলকিপার সুমিত মুখোপাধ্যায়. আই এফ এর সহ সভাপতি সৌরভ পাল ঘোষণা করেন, নার্সারি লিগ নামাঙ্কিত হবে পার্থ দের নামে. ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক অশোক দত্ত জানান, পার্থ দে ফাউন্ডেশন এর ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে. সব শেষে মারাদোনা – কুইজ এ অংশ নেন অভ্যাগত সাংবাদিক ও অতিথিরা.