
স্পোর্টস ডেস্ক : স্বপ্নভঙ্গ নাইটদের। ২ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস। সুপার সাইক্লোন ডিওয়াল্ড ব্রেভিসের। করলেন ২৫ বলে ৫২ রান। ৪০ বলে ৪৫ শিবম দুবে। শেষ ওভারে ৮ রান বাকি ছিলো আর মহেন্দ্র সিং ধোনি ওভার বাউন্ডারি মেরে দলকে জেতালেন। ১৮ বলে ১৭ রানে নটআউট ধোনি। প্রথমে ব্যাট করে ১৭৯ তোলে ৫ উইকেট হারিয়ে তোলে কেকেআর জবাবে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় চেন্নাইয়ের। প্লে অফ খেলা আরও অনিশ্চিত হলো। যদিও নাইটদের সানরাইজার্স হায়দরাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর অ্যাওয়ে বাকি দুটো ম্যাচই জিততে হবে। এছাড়া বাকি দলদের বড় অঘটনের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি একসময়ে খুব তাড়াতাড়ি চেন্নাইয়ের ৫ উইকেট পড়ে যায়। হাল ধরেন শিভম দুবে। ম্যাচ হেরে কেকেআর অধিনায়ক আজিঙ্ক রাহানে বললেন, এই ফরম্যাটে অবশ্য এই ধরনের ঘটনা হতেই পারে। একটা ওভার সব বদলে দিতে পারে। কিন্তু আমার মনে হয় ওরা খুব ভাল ব্যাট করেছে। আমরা ১০-১৫ রান কম করেছি। ম্যাচ হারার সেটাও একটা কারণ। ম্যাচ হারার ধাক্কা সামলানো কঠিন। ১৯০-১৯৫ রান এই উইকেটের জন্য আদর্শ।’