
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরানো হবে সেটা আন্দাজ করেছিলেন রোহিত শর্মা। আর তারপরই হটাৎ অবসর নিলেন টেস্ট ক্রিকেট থেকে। রোহিতকে টেস্ট ক্যাপ্টেন করতে বড় ভূমিকা নেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর রোহিতের এই সিদ্ধান্ত জানতে পেরে সৌরভ বললেন, ‘এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও ভাল অধিনায়ক, দারুণ ক্রিকেটার। তবে ও জানে কখন সিদ্ধান্ত নিতে হয়।’
এদিন রোহিত ইন্সট্রাগ্রাম পোস্টে লেখেন,সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন করার জন্য ধন্যবাদ।’ সঙ্গে ছিল ২৮০ নম্বর লেখা ক্যাপের ছবি। সেইসঙ্গে ছোট্ট বার্তা। ২০২৪ সালে ১৪ টেস্টে রান করেছিলেন ৬১৯, গড় ২৪.৭৬। এক যুগের টেস্ট কেরিয়ারে ৪৩০১ রান, ১২টি সেঞ্চুরি, ১৮টি হাফসেঞ্চুরি।