
স্পোর্টস ডেস্ক: হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে এবারের আইপিএল-এ পরপর ২ ম্যাচে হেরে গেল মুম্বই ইন্ডিয়ানস। প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের কাছে ৬ রানে হারের পর বুধবার দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হেরে গেল হার্দিকের দল। এই ম্যাচে মুম্বইয়ের ব্যাটাররা অসাধারণ পারফরম্যান্স দেখান। কিন্তু শুরুতে বোলাররা এত খারাপ পারফরম্যান্স দেখান যে ব্যাটারদের পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেন হার্দিক। তারই খেসারত দিতে হল দলকে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে, পরপর ২ ম্যাচে হেরে প্রবল চাপে পড়ে গিয়েছেন হার্দিকরা।বুধবার আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক স্কোর করে সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ঘরের মাঠে চেনা পরিবেশে, দর্শকদের সমর্থনকে পুঁজি করে অসামান্য পারফরম্যান্স দেখান হায়দরাবাদের ব্যাটাররা। ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ১৩ বলে ১১ রান করে আউট হয়ে গেলেও, অন্য ব্যাটাররা বড় স্কোর করেন। ২৪ বলে ৬২ রান করেন ওপেনার ট্রেভিস হেড। ২৩ বলে ৬৩ রান করেন অভিষেক শর্মা। ২৮ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। সেরা পারফরম্যান্স হেইনরিক ক্লাসেনের। ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। এর আগে আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক স্কোর ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। এই রেকর্ড ভেঙে দিয়ে ৩ উইকেটে ২৭৭ রান করল হায়দরাবাদ।বিশাল টার্গেট তাড়া করতে নেমে দারুণ লড়াই করে মুম্বই ইন্ডিয়ানস। ৫ উইকেটে ২৪৬ রান করে হার্দিকের দল। সর্বাধিক ৬৪ রান করেন তিলক ভার্মা। ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ২০ বলে ২৪ রান করেন হার্দিক। ১২ বলে ২৬ রান করেন রোহিত শর্মা। ১৩ বলে ৩৪ রান করেন ঈশান কিষান। ১৪ বলে ৩০ রান করেন নমন ধীর। ৬ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড