
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : আর ঠিক এক মাস। তারপরেই শুরু ভোটের মহারণ। সাধারণ মানুষের কাছে পৌঁছতে তাই দিকেদিকে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজনের হয়ে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। মঙ্গলবার কালিবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন সৃজন ভট্টাচার্য। সুজন চক্রবর্তী বলেন, কবীর সুমন, সুগত বসু ও মিমি চক্রবর্তীর মতো প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারছেন না। মানুষের প্রয়োজনে পাশে থাকবে এইরকম প্রার্থীর প্রয়োজন। তাই বামেদের উপরই ভরসা রাখবেন যাদবপুরবাসী বলে জানান তিনি।
পাশাপাশি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজনও। যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী। সৃজন বলেন, দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। মহিলাদের ভোট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য তাঁর।