
ওঙ্কার ডেস্ক : গত ৫ই এপ্রিল ২০২৫ শহীদ সূর্য সেন ভবন যোধপুর পার্কের সন্নিকটে অনুষ্ঠিত হলো সৃজনী ভারত সাহিত্য উৎসব ২০২৪-২৫ ।
প্রকাশিত হলো সৃজনী ভারত সাহিত্য উৎসব সংখ্যা ১৪৩১ এবং “বিস্মৃত বিপ্লবী শহীদ অনুরূপচন্দ্র সেন” বইটি। সেইসঙ্গে সাক্ষী হয়ে থাকলো সৃজনী ভারত সাহিত্য পত্রিকার সম্পাদক অভিজিৎ বেরার শুভ জন্মদিন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী (প্রখ্যাত প্রাবন্ধিক,পুরাণ বিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক) ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় (প্রখ্যাত কথাসাহিত্যিক, শিশু সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত সাংবাদিক)
সৃজনী ভারত সাহিত্য পুরস্কার প্রাপকদের মধ্যে যারা উপস্থিত হয়েছিলেন ড.সঞ্জয় ঢালী(গবেষণা শহীদ অনুরূপচন্দ্র সেন ও প্রভাসচন্দ্র রায় ), সাগর চট্টোপাধ্যায় (বিশিষ্ট আঞ্চলিক ইতিহাস গবেষক ও বাচিক শিল্পী), অমর নস্কর(বিশিষ্ট কবি ও সম্পাদক “দুর্বার কলম”), আনসার উল হক(বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সম্পাদক “আলোর ফুলকি”) সব মিলিয়ে প্রায় শতাধিক গুণীজনদের আগমন হয়েছিল। সময়ের অভাবে গুণীজনদের আঞ্চলিক ইতিহাস আলোচনা সংক্ষিপ্ত বক্তব্য ও কবিতা পাঠ সকলকেই সংবর্ধিত করা হয়। উদ্বোধন সংগীত পরিবেশন করেন সুমিষ্ট কণ্ঠশিল্পী তন্দ্রা আচার্য্য। অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সৃজনী ভারত সাহিত্য পত্রিকার অভিভাবক ও গুরুদেব ড. তড়িৎ কুমার দত্ত মহাশয়।
সুন্দর সঞ্চালনা করে সবার মন ভরিয়ে দেন বিদ্যানগর কলেজ, বাংলা সাহিত্য বিভাগের খ্যাতিমান অধ্যাপক ও বিশিষ্ট কবি অর্ঘ্য চ্যাটার্জী মহাশয়। সেদিন সভাকক্ষ আলোকিত করে রেখেছিলেন বঙ্গ সাহিত্যের বেশকিছু উজ্জ্বল নক্ষত্ররা,যাদের উপস্থিতি খুবই উল্লেখযোগ্য।
কবি ভীম ঘোষ,কবি সোমা নায়ক,কবি অমিত দেশমুখ,কবি বসন্ত পরামানিক ,কবি দত্তা রায়,স্নেহা পাত্র,স্বস্তিকা ঘোষ, পাপিয়া দে দাস,সুদাম কৃষ্ণ মন্ডল,প্রশান্ত নস্কর,অলোক কুমার প্রামাণিক,দীপালি দাস ,স্বপ্না দত্ত চৌধুরী, চিরঞ্জিত বাগ,সুমন নস্কর,বিধানেন্দু পুরকাইত, বিকাশকলি পোল্ল্যে,রবিন কুমার দাস,দীপক জানা,শংকর নাইয়া,মৃত্যুঞ্জয় হালদার, পিন্টু পোহান,অলক চক্রবর্তী,ক্ষমাকংস বণিক,সায়ন তালুকদার,সুদীপ ঘোষ,মানব মুখোপাধ্যায়,জয়ন্ত কুমার মল্লিক,মঞ্জিলা চক্রবর্তী,নীলেশ নন্দী,গোপাল চন্দ্র দেবশর্মা, তারাশঙ্কর দত্ত, বিশ্বজিৎ দে,পুলক রায়,দীপিকা ভট্টাচার্য সান্যাল,শিশির মল্লিক,সুদীপ ঘোষ, শংকর দত্ত ইত্যাদি ।
এছাড়াও যারা ছিলেন প্রাবন্ধিক গোপাল দাস,মাধব চট্টোপাধ্যায়,সাগর দেবনাথ,অজয় সেন, অনুপ রায়,সাংবাদিক অতসী ধর, সাংবাদিক বিপ্লব দাস ,পুলিশ ইন্সপেক্টর প্রবীর দাস,প্রাক্তন ইন্সপেক্টর কানাইলাল ব্যানার্জি, পুলিশ অফিসার অর্ঘ্য ঘোষ , অভিজিৎ নস্কর, সুভাশিষ দাসউপস্থিত ছিলেন শহীদ অনুরূপচন্দ্র সেন মহাবিদ্যালয়ের দুই অধ্যাপক শ্রদ্ধেয় গোপাল দেব কন্ঠ ও নিমাই পোদ্দার মহাশয় এছাড়াও অনেকেই।
সৃজনী ভারত সাহিত্য উৎসব কমিটির নির্ভর যোগ্য সদস্যবৃন্দ যথা কবি অর্ঘ্য চ্যাটার্জী,অমিত দেশমুখ, বসন্ত প্রামাণিক,রণজিৎ বেরা, মৈত্রী বেরা,শ্রেয়া মান্না ও সৃজনী ভারত সাহিত্য পত্রিকার সত্বাধিকারী রুবি বেরা সকলের মিলিত প্রচেষ্টা ও সঠিক দায়িত্ব পালনে সৃজনী ভারত সাহিত্য উৎসব ২০২৪-২৫ খুব সুন্দর ভাবে সুসম্পন্ন হয়। সাহিত্য পত্রিকার পক্ষে সম্পাদক অভিজিৎ বেরা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে বলেন সৃজনী ভারত সাহিত্য উৎসব ২০১২ সাল থেকে হয়ে আসছে। প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী পত্রিকা আনুষ্ঠানিক প্রকাশ করতে এসে তিনি সবাইকেই অনুপ্রাণিত করেছিলেন ও ছোট পত্রিকা চালানো যে গুরুদায়িত্ব তিনি দিয়েছিলেন তা পালন করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন।
শহীদ অনুরূপ চন্দ্র সেন কে নিয়ে বক্তব্য রাখেন বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার যুগ্ম সম্পাদক অজয় সেন মহাশয়।