
ওঙ্কার ডেস্ক : শনিবার সৃজনী ভারত সাহিত্য উৎসব ২০২৪ ২৫ আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল শহীদ সূর্য সেন ভবনে।
৫ ই এপ্রিল যোধপুর পার্ক শহীদ সূর্য সেন ভবনে সৃজনী ভারত সাহিত্য উৎসব ২০২৪-২৫ উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, সৃজনী ভারত সাহিত্য পুরস্কার প্রদান, কবিতা গান আবৃত্তি বক্তব্য ইতিহাস নিয়ে আলোচনা ও সৃজনী ভারত পত্রিকা প্রকাশ এবং বিস্তৃত বিপ্লবী শহীদ অনুরূপ চন্দ্র সেন গ্রন্থ প্রকাশিত হয়েছে।
বুড়ুল, নোদাখালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পত্রিকাটি নিয়মিত আঞ্চলিক ইতিহাসের পাঠ সাজিয়ে অভিজ্ঞ মানুষদের লেখা নিয়ে প্রকাশ করে আসছেন। এই অনুষ্ঠানের সম্পাদক অভিজিৎ বেরা নিজে চাকরির সুত্রে সরকারি পুলিশ অফিসার তার অদম্য ইচ্ছা শক্তির পেছনে আঞ্চলিক ইতিহাস ওদ্ধাদের সঙ্গে যোগাযোগ রেখে নিয়মিত জনপথের বিস্তৃতির ধুলো ছেড়ে স্বনামধন্য মানুষদের তুলে এনে প্রকৃত সম্মানের ব্যবস্থা করা যাইতে আসে দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হতে বাধ্য। স্বাধীনতার সংগ্রামীদের ইতার লক্ষ্য। সেই মতো স্বদেশী আন্দোলনের অনুরূপ চন্দ্র কে নিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল বইটি প্রকাশ করতে পেরেছেন। সৃজনী ভারত সাহিত্য উৎসবে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ তড়িৎ কুমার দত্ত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সৃজনী ভারত সাহিত্য পুরস্কার পেলেন ‘দুর্বার কলম’’ সম্পাদক অমর নস্কর ‘আলোর ফুলকি’ সম্পাদন আনসারুল হলো ডঃ সঞ্জয় ঢালী, ঐতিহাসিক সাগর চট্টোপাধ্যায় । সভাপতি ডক্টর তড়িৎ কুমার দত্ত পত্রিকা প্রকাশ হলো। সঙ্গে ছিল কবি সম্মেলন। এছাড়াও এই অনুষ্ঠানে অনেক গুণীজনেরা উপস্থিত ছিলেন।
ভিডিও দেখুন-