
প্রদীপ মাহাতো,পুরুলিয়া:
পুরুলিয়া জেলার কোটশিলা এলাকার এক আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ। ক্লোজ করা হয়েছে কোটশিলা থানার ওসি কে । শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার ওই প্রত্যন্ত এলাকায় । লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি অভিযোগ করে বলেন, রবিবার ওই তরুণীর বাড়িতে গিয়ে অত্যাচার করেছে কোটশিলা থানার ওসি। তারা ওই তরুণীকে মারধর করেন। শুধু তাই নয়। তার বাড়িতে থাকা চল্লিশ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে পুলিশ। তরুণীকে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলেও জানান সাংসদ।