
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অধ্যাপক শুভ্রাংশু ভট্টাচার্য এর। গত রবিবার মৌলালির যুবকেন্দ্রে শুভ্রাংশের স্মরণে একটি সভা করা হয়। এই সভায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি জ্ঞাপন করেন বিশিষ্ট রাজনৈতিক নেতা, পরিজন ও সংস্কৃতি কর্মীরা। একসময়ের কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্যের মৃত্যুতে ভারাক্রান্ত সিপিএম কর্মীরাও।
এদিন তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, পিডিএস-এর রাজ্য সম্পাদক সমীর পুততুণ্ড, কবি সৈয়দ কওসর জামাল নাট্যকার চন্দন সেন ও কবি-সাংবাদিক সৈয়দ হাসমত জালাল। শুভ্রাংশুর প্রয়াণে তাঁর লেখা একটি কবিতাও পাঠ করেন সৈয়দ হাসমত জালাল। সভাপতিত্ব করেন অধ্যাপক স্বপন ভট্টাচার্য। শুভ্রাংশু ও তার স্ত্রী সুরঙ্গমার পারিবারিক আত্মীয়স্বজন ছাড়াও বহু সংস্কৃতিকর্মীর উপস্থিতি ছিল এদিনের স্মরণ সভায়।
যদিও ইদানীং তিনি প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন। স্বাধীন চিন্তাধারায় বিশ্বাসী, সংবেদনশীল, শিল্পপ্রেমী ছিলেন শুভ্রাংশু।