
সায়ন মাইতি,তমলুক:শিক্ষা থেকে খাদ্য, স্বাস্থ থেকে রাস্তাঘাট সবেতেই দুর্নীতি জড়িয়ে পড়েছে শাসক দল । তৃণমূল মানেই চোর। সে যত বড় মাপের হোক না কেনো।একে একে সব প্রকাশ পাচ্ছে। মঙ্গলবার বিকেলে তমলুকের পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে এই ভাবেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।পাশাপাশি সিঙ্গুর প্রসঙ্গে বলেন তৃনমূল কে আমরা আটকাতে পারিনি এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।তৃনমূল রাজ্যের জন্য লায়াবিলিটি বলেও কটাক্ষ করেন সুজন।