
প্রতীতী ঘোষ, দমদম : পাখির চোখ লোকসভা ভোট। সেই লক্ষ্যেই নাম ঘোষণার পর থেকেই জোরদার প্রচার শুরু করেছেন দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। সেইমতো শনিবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে খড়দহ কোঅপারেটিভ ব্যাঙ্কের সামনে থেকে মিছিল শুরু করেন সুজন। এরপর ১৫ নম্বর ওয়ার্ডের বিস্তৃর্ণ এলাকায় পরিক্রমা করে শ্যামসুন্দর মন্দির হয়ে থানা রোড ধরে পিডি মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। বাম প্রার্থীর সঙ্গে ছিলেন, সিপিএম নেতা দেবজ্যোতি দাস,ডঃ গৌতম মুখার্জী সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। এদিনের প্রচারে বাম কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের পায়ের তলার মাটি ক্রমশ আলগা হচ্ছে. সাধারণ মানুষ কাউকে ছাড়বে না’।