
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : তৃণমূলের শহর সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর স্ত্রী সুমনা মহাপাত্র। তৃণমূলের পাঁশকুড়া শহর সভানেত্রী ছিলেন সুমনা। সম্প্রতি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে। আগেই সৌমেন মহাপাত্রকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। এবার নিজেই দলীয় পদ ছাড়লেন সৌমেনের স্ত্রী সুমনা।
যদিও উনি ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় এই ইস্তফা, অস্বস্তি ঢাকতে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর দলীয় পদ ছাড়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
উল্লেখ্য, আর জি করের ঘটনায় সৌমেন মহাপাত্রর ছেলে ডাঃ বোধিসত্ব মহাপাত্রক নাম জড়িয়ে বিতর্কিত পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়. সেই সময় দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুমনা.
পদত্যাগ প্রসঙ্গে সুমনা মহাপাত্র বলেন, ‘অন্যদেরও সুযোগ দিতে চাই. একটা মানুষ যদি বেশিদিন একটা পদে থাকেন, ধীরে ধীরে জনপ্রিয়তা হারায়. মনে হয় যেন দলের কাছে বোঝা হয়ে যাচ্ছে’.
পাশাপাশি তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি. তবে, দলের সাধারণ কর্মী হিসেবে পাশে থাকার চেষ্টা করব’.
স্ত্রীর দলীয় পদ থেকে পদত্যাগ নিয়ে কিছুই জানেন না, এমনটাই বললেন সৌমেন মহাপাত্র.
তবে, সুমনা মহাপাত্রের পদত্যাগের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা. তাহলে কি এবার দলের থেকে দূরত্ব বাড়িয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন সুমনা ?