
গোপাল শীল, কাকদ্বীপঃ এ যেন মড়ার উপরে খাঁড়ার ঘা, একে বহুদিন মাছ ধরতে না যাওয়া, বৃষ্টি না হওয়ার কারণে মাছ না পাওয়া, নানান সমস্যায় ভুগছে মৎস্যজীবীরা। ঝড় খবর নেই, তবু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানিজেসন ওরফে ডিআরডিও এর বিমান মহড়া জন্য মৎস্যজীবীদের ৬ দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। যার কারণে দুশ্চিন্তায় পড়েছে মৎস্যজীবীরা।
ডিআরডিও সুত্রে খবর, আগামী ১৭ জুলাই থেকে ১৯ জুলাই এবং ২৪ শে জুলাই থেকে ২৬ শে জুলাই ২ দফায় মহড়া দেবে ইডিয়ান এয়ার ফোর্স। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান সিজনে শুরুতেই তেমন একটা ভালো মাছ হয়নি বা মৎস্যজীবীরা মৎস্য শিকার করতে পারেনি। তার মধ্যেই আবারো এই ছয়দিনের যে নিষেধাজ্ঞা জারি করেছে এতে মৎস্যজীবীদের খুব সমস্যায় পড়তে হবে বলে তিনি জানিয়েছেন।