
স্পোর্টস ডেস্ক : নাইট রাইডার্স মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারলেও নাইট সমর্থকদের মন কেড়েছেন সুনীল নারিন। তার ৫৬ বলে ১০৯ রানের ইনিংসের উপর ভর করে ২২৩ রান স্কোরবোর্ডে তোলে নাইটরা। বল হাতেও ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। ইতিমধ্যে ব্যাট হাতে ৬ ম্যাচে ২৭৬ রান করেছেন।আর ম্যাচের পর নারিনকে আগামী টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে নারিনের সুযোগ পাওয়ার বিষয়টা বেশ জোড়ালো হয়ে গেলো। এদিন ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে রাজস্থান রয়্যালসের ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল সেই ইঙ্গিতই দিলেন। তিনি বলেন, ‘গত ১২ মাস ধরে, আমি নারিনকে বলেছি বিশ্বকাপে খেলার কথা কারণ ঘরের মাঠে আমাদের বিশ্বকাপ। আর নারিনকে আমাদের দরকার। নিকোলাস পুরাননের সঙ্গে কথা বলতে বলেছি। আশা করি, টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগেই সকলে মিলে ওকে বুঝিয়ে রাজি করাতে পারবে।’ এদিন পাওয়েল ১৩ বলে ২৬ রান করে নারিনের বলেই আউট হন।প্রসঙ্গত বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেই নামেন নারিন। দেশের হয়ে তার মাঠে নামায় কম অর্থর জন্য বরাবরই অনীহা।