
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্টের। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, জম্মু কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ। জম্মু-কাশ্মীরের যুদ্ধ পরিস্থিতির উপরে নজর রেখেই অভ্যন্তরীণ ব্যবস্থা হিসাবে ৩৭০ অনুচ্ছেদ গ্রহণ করা হয়েছিল। ৩৭০ অনুচ্ছেদ সাময়িক ব্যবস্থা ছিল, বলে জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
প্রধান বিচারপতির এই রায়ের পক্ষে সম্মতি দেন বিচারপতি গাভাই ও বিচারপতি সূর্যকান্ত। সমান্তরাল রায় দেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল। দুইপক্ষেই রায় দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না।