
নিজস্ব প্রতিনিধি : ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে ২০১৬ সালে ৪২ হাজার ৫০০ জন প্রার্থীকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। এক্ষেত্রে মূলত প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করায় অগ্রাধিকার দেওয়া হয়। তবে শূন্যস্থান থাকলে প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীরাও সুযোগ পাবেন বলে নিয়মে বলা ছিল। যে চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণহীন অবস্থায় নিয়োগ করা হবে তাদের দু বছরের মধ্যে প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়। অভিযোগ, এই সময় প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের বাদ দিয়ে বহু প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। এমনকি এই নিয়োগ প্রক্রিয়ায় বহু চাকরিপ্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলেও অভিযোগ ওঠে। এমতাবস্থায় ১৬ই মে ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে একদিকে যেমন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারারা। অন্যদিকে তেমনই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় শিক্ষা পর্ষদ। শুক্রবার এই মামলার শুনানি হয় বিচারপতি জে কে মাহেশ্বরী ও কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে শুক্রবার ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ ও পুনর্নিয়োগের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।