
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ সন্দেশখালিতে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগে ঘিরে উত্তাল বাংলা। এবার সেই জল গড়াল দেশের সর্বচ্চ আদালতে। জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব শীর্ষ আদালতের কাছে, আর্জি জানিয়েছেন, সন্দেশখালি থেকে যা ভয়াবহ তথ্য উঠে এসেছে, তাতে বাংলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। ন্যায়বিচারের স্বার্থে মামলা রাজ্যের বাইরে সরিয়ে আনা উচিত। আইনজীবী আদালতে আরও জানান, সন্দেশখালি কান্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। স্থানীয় পুলিশ প্রশাসন কতটা নিষ্ক্রিয় তা নিয়ে প্রশ্ন তলেন তিনি! তিনি আরও বলেন অভিযোগ রয়েছে, পুলিশের সঙ্গে শাহজাহানের যোগসাজশ রয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট বা সিবিআই দিয়ে তদন্ত হওয়া জরুরি।