
স্পোর্টস ডেস্ক :কাজাকিস্তানে ২৭ তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডাবলস জুটি এবং টিম ইভেন্টে সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় সঙ্গে কোচ সৌরভ চক্রবর্তী ব্রোঞ্জ পদক জিতে কলকাতা ফিরলেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জী এবং যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত কলকাতা বিমানবন্দরে তাদের সংবর্ধিত করলেন।সুতীর্থা বললেন,দেশ এবং রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের। বিমানবন্দরে পা-দিয়েই সম্মান পাব ভাবিনি। ভীষণ ভালো লাগছে। এই সাফল্য আমাদের আগামীতে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে।”
ঐহিকার বলেন, “আমাদের সম্মানিত করতে এত লোক আসবে ভাবিনি। এই ভালোবাসা, এই সাফল্য আমাদের আরও ভালো খেলতে আগামীতে উদ্বুদ্ধ করবে।”সৌরভ বললেন,আমার বিশ্বাস ওরা আরও এমন সম্মান পাবে।’ বিওএ সভাপতি স্বপন বন্দোপাধ্যায় জানালেন, খুব তাড়াতাড়ি তাঁদের সংবর্ধনা দেওয়া হবে।