
নিজস্ব প্রতিনিধি: সিপিএম ও কংগ্রেসকে একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেঙ্গালুরুতে বিরোধীদের মহা বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সোমবার সিপিএম ও কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, বিজেপিতে এসে একত্রে লড়াই করুন। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপিতে না আসতে চাইলে বাংলায় এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে দাঁড়িয়ে একসঙ্গে তৃণমূলের বিরূদ্ধে লড়াই করা যাবে। নাহলে শুধু দিল্লিতে দোস্তি,আর বাংলায় কুস্তিই হবে।