
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানা মুখ্যমন্ত্রী। তাঁর জেলা সফর নিয়ে শুভেন্দুর কটাক্ষ, ভোট চুরির ট্রেনিং দেওয়ার জন্য সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।
রবিবার জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোট চুরির ট্রেনিং দেওয়ার জন্য জেলা সফরে যাচ্ছেন’।
বিরোধী দলনেতা আরও বলেন, ‘এই নির্বাচন বাংলার পঞ্চায়েত, বিধানসভা বা পৌর নির্বাচন নয়। এভিএম, ভিভিপ্যাড যুক্ত মেশিনে ভোট হবে। ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই কিভাবে নতুন পন্থা অবলম্বন করে চুরি করা যায় তার চেষ্টা করে চলেছেন মমতা। যদিও শুভেন্দুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের মুখপত্র তন্ময় ঘোষ জানান, ‘শুভেন্দু রাজনৈতিক শিষ্টাচার জানেন না’। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে জেলা সফরে গিয়েছেন।